ই-লানিং প্লাটফর্ম
ড্রয়িং রুমের সজ্জা
এই পাঠে সবার ঘরে সাজানো গোছানোর বিষয় অন্তর্ভূক্ত রয়েছেঃ
- বসার ঘরের আসবাবপত্র পরিস্কার করা ও মোছা
- সোফা সেট, শোকেজ, রান্নার জিনিসপত্র, কাটার জিনিসপত্র গুছিয়ে রাখা।
- প্রশিক্ষণার্থীদের নিম্নোক্ত বিষয়গুলো মনোযোগ সহকারে অনুসরণ করা উচিতঃ
- কাটার জিনিসপত্র ও কাঁচের জিনিসপত্র সতর্কতার সাথে ব্যবহার করতে হবে
- ইলেকট্রনিক্স জিনিসপত্র যেমন- টেলিভিশন, ডিভিডি, ভিসিডি, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, মাইক্রোওভেন ওভেন ইত্যাদি সতর্কতার সাথে মুছতে হবে
- তরল পরিস্কারক দিয়ে গাস পরিস্কার করতে হবে
- সব কার্পেট এবং মেঝের মাদুর শোষক পরিস্কারক যন্ত্রের মাধ্যমে পরিস্কার করা
- মেঝে ঘষে পরিস্কার করা
- সোফাসেট এবং অন্যান্য আসবাবপত্র গুছিয়ে রাখা
- বৈঠকখানায় আসবাবপত্র গুছিয়ে রাখা
- শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র এবং এর ছাকনা পরিস্কার করা
- তাকের মধ্যে রান্নার জিনিসপত্র এবং কাটার জিনিসপত্র গুছিয়ে রাখা
গৃহস্থালি জিনিসপত্র পরিস্কার করাঃ
- যা করতে হবেঃ
- প্রত্যেক মাসে একবার পরিস্কার ব্রাশ দিয়ে পরিস্কার করতে হবে।
- মনে রাখতে হবেঃ
- টয়লেটসমূহ রাসায়নিক দ্রব্যাদি দ্বারা পরিস্কার করার সময় গ্লাভ্স ব্যবহার করতে হবে।
- স্মরণ রাখতে হবেঃ
- জিনিসপত্র পরিস্কার করতে সাপ্তাহিক এবং মাসিক রুটিন মেনে চলতে হবে।
- যা সাবধানে করতে হবেঃ
- কাঁচ, কাঠের তৈরি জিনিস এবং পিতলের তৈরী জিনিসপত্র আলাদাভাবে উপযুক্ত পরিস্কারক দিয়ে পরিস্কার করতে হবে।
ফুল হচ্ছে একটি বাড়ির জন্য আনন্দপূর্ণ সুন্দর প্রাকৃতিক সজ্জা। কক্ষ সাজানোর জন্য এটি একটি বাড়তি সংযোজন। তিনভাবে ফুল দিয়ে সাজানো যায়।
- তাজা প্রকৃতিক ফুল দিয়ে সাজানোঃ
এই ফুল সাজাতে নিয়মিত যত্ন এবং এবং পানি পরিবর্তন করতে হবে। সাধারণত নাতিশীতোষ্ণ দেশে একদিন পর পর ফুল পরিবর্তন করা দরকার। - শুকনো প্রকৃতিক ফুল দিয়ে সাজানোঃ
কক্ষ সাজানোর জন্য বর্তমানে শুকনো ফুল খুব জনপ্রিয়তা অর্জন করেছে। দীর্ঘস্থায়ীত্বের জন্য অনেকে শুকনো ফুল বাড়িতে ব্যবহার করে থাকে। যদিও শুকনো ফুল তবুও নিয়মিত পরিস্কার করতে হবে। সাধারণত শুকনো কাপড় অথবা নরম ব্রাশ দিয়ে শুকনো ফুল পরিস্কার করা যায়। - কৃত্রিম ফুল এবং চারাগাছ দিয়ে সাজানোঃ
কৃত্রিম ফুল পরিস্কার করা জরুরি তবে এই ফুল রক্ষণাবেক্ষণে কম যত্ন প্রয়োজন। সাধারণত শুকনো অথবা শক্ত কাপড় দিয়ে কৃত্রিম ফুল এবং চারা পরিস্কার করা যায়। এই ধাপে নিয়মিতভাবে নির্দিষ্ট সময়ে ফুল ধৌত করতে হবে। সাধারণত শক্তশালী সাবান (তরল) দিয়ে এগুলো পরিস্কার
করা যায়।
বর্তমান বিশ্বে ঘরের মধ্যে চারাগাছ দিয়ে ঘর সাজানো খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। সবুজের ছোঁয়া ঘরের মধ্যে একটা বাড়তি আকর্ষণ। সাধারণত ঘরের ভিতরে দুই ধরণের চারাগাছ ব্যবহার করা যায়।
প্রাকৃতিক চারাগাছঃ
- প্রাকৃতিক চারাগাছ দিয়ে কক্ষ সাজানো হয়। প্রাকৃতিক চারাগাছ জীবিত রাখতে বাড়তি যত্ন, পানি, সূর্যের আলো ও বাতাস খুবই দরকারি। মাসে একবার অথবা দু’বার চারাগাছগুলো বাইরে বের করতে হবে।
- টবের আকার অনুযায়ী ঘরের ভিতরের গাছের জন্য আনুপাতিক হারে পানি ব্যবহার করতে হবে।
- নিয়মিত এবং সঠিকভাবে সপ্তাহে একবার অথবা দু’বার চারাগাছের শুকনো পাতা ছেঁটে দিতে হবে এবং মাসে একবার অথবা দু’বার গাছের বৃদ্ধি অনুযায়ী ডালপালা ছেঁটে দিতে হবে।
- চারাগাছের টব পরিস্কার করা উচিত। সাধারণ মাটির অথবা পাস্টিকের টব নিয়মিত পরিস্কার করতে হবে।
- ‘বনসাই’ বড় গাছের ক্ষুদ্র রূপ। কোনো কোনো সময় মানুষ এটাকে ঘরের মধ্যে রাখতে চায়। যদি বনসাই গাছ ঘরের মধ্যে রাখতে চায় তাহলে নিয়মিত পরোক্ষভাবে হলেও সূর্যের আলো ও বাতাস দরকার। গাছের আকার ও প্রকৃতি অনুযায়ী নির্দিষ্ট সময় পর পর গাছে পানি দেয়া দরকার।
- যদি বাগানের বাইরে নেয়ার কোনো সীমাবদ্ধতা থাকে তাহলে চারাগাছগুলোকে সূর্যের আলো ও প্রাকৃতিক বাতাসের জন্য বারান্দা অথবা বেলকনিতে রাখতে হবে।
কৃত্রিম চারাঃ
- কৃত্রিম চারাগাছ রক্ষণাবেক্ষণে কম যত্ন লাগে কিন্তু নিয়মিত পাতা পরিস্কার করতে হবে।
কাজের ধারাবাহিকতাঃ
- পরিস্কার করার সময় সম্ভব হলে কক্ষ থেকে সরিয়ে ফেলা
- ভ্যাকুয়াম ক্লিনার-এর মাধ্যমে ময়লাযুক্ত কার্পেট পরিস্কার করা
- দুই বালতি হালকা গরম পানি প্রস্তুত রাখতে হবে। মেঝে পরিস্কারের জন্য এক বালতিতে পরিমাণ মতো লিকুইড ক্লিনার/শ্যাম্পু দিতে হবে
- শ্যাম্পুযুক্ত বালতি পানিতে কাপড় জড়ানো হাতল দিয়ে সম্পূর্ণ কক্ষটিকে ছড়িয়ে দেয়া, পরবর্তী মেঝের প্রতিটি স্থানে আচ্ছাদিত করা এবং নিশ্চিত করতে হবে যে, কার্পেটটি যেন উল্টে না যায়। ইচ্ছামতো টাওয়েল-এর পরিবর্তে ব্রাশ ব্যবহার করা যায়
- শ্যাম্পু করার পর একটি টাওয়েল দিয়ে স্বচ্ছ পানি ভর্তি বালতির পানি দিয়ে ধুয়ে নিতে হবে
- প্রয়োজনে পানি বদলাতে হবে
- সম্পূর্ণ মোছার পর শুকানোর ব্যবস্থা করতে হবে।