ই-লানিং প্লাটফর্ম

পাসপোর্ট সংক্রান্ত তথ্য



নিজে পাসপোর্ট না করলে যে সমস্যা হয়-

  • প্রয়োজনের অনেক বেশি টাকা খরচ হতে পারে।
  • সময়মতো পাসপোর্ট নাও পাওয়া যেতে পারে।
  • আবেদনপত্রে ভুল হলে পাসপোর্ট একই ভুল হবে, যেটা দালালের মাধ্যমে বেশি হয়। ফলে আবেদনকারী বা অভিভাবকের নাম, ঠিকানা, পেশার মতো গুরুত্বপূর্ণ তথ্যগুলো ভুল হতে পারে।
  • দালাল প্রকৃত পাসপোর্ট না দিয়ে পিসি বা গলাকাটা পাসপোর্টও দিয়ে দিতে পারে যাতে অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।
  • দালালের মাধ্যমে পাসপোর্ট করলে দালাল নিজেই রেজিস্ট্রারের স্বাক্ষর দিয়ে পাসপোর্ট গ্রহণ করে, যার ফলে পাসপোর্ট নবায়নের সময় বা অন্য সময় ঝামেলা হতে পারে।

 

পাসপোর্টে ভুল থাকলে যে সমস্যা হয়-

  • জেল জরিমানা হতে পারে, বিদেশে যাওয়া বন্ধ হয়ে যেতে পারে এবং নবায়ন করার সময় সমস্যা হতে পারে।
  • বিদেশে চাকরি চলে যেতে পারে। বিদেশে গিয়ে অবৈধ অনুপ্রবেশকারী চিহ্নিত হয়ে জেল-জরিমানা হতে পারে এবং দেশে ফেরত আসতে হতে পারে।
  • বিদেশে মৃত্যু হলে অনেক সমস্যা হতে পারে। এমনকি মৃতদেহ দেশে ফেরত নাও আসতে পারে।

 

পাসপোর্টে প্রধানত যে সকল তথ্যাদি দিতে হয় :

নামঃ
পিতার নামঃ
মাতার নামঃ
জন্মস্থানঃ
জন্ম তারিখঃ
পেশাঃ
ঠিকানাঃ
জাতীয় পরিচয়পত্র নংঃ

 

 

  অতি জরুরি (৩ দিন) জরুরি (২১ দিন) সাধারন (৩০ দিন)
ফি ৬,৮০০/- ৩,০০০/- ২,০০০/-

 

 

Back