ই-লানিং প্লাটফর্ম

অসুস্থ ব্যক্তির যত্ন



অসুস্থ ব্যক্তিদের যত্ন নেওয়াঃ

  • হাসপাতালের বিছানা চাদর যেভাবে ব্যবহার করতে হয়
  • হুইল চেয়ার ব্যবহার করা
  • সবকিছু পরিহার করে যত্ন নেওয়ার মন মানসিকতা থাকতে হবে
  • রোগীর সাথে ভালো ব্যবহার দেখাতে হবে এবং ধৈর্য রাখতে হবে
  • যখন প্রয়োজন হয় মানসিক যত্ন নিতে হবে
  • তাদের সাথে যে সকল সমস্যার সম্মুখীন হতে হয় তা থেকে সতর্ক থাকতে হবে।
  • সঠিক সময় ঔষুদ খাওয়ানো
  • যে সব দর্শনার্থী দ্বারা রোগীর সমস্যা সৃষ্টি হয় তাদের অন্য জায়গায় নিয়ে যেতে হবে
  • রোগীর চতুর্দিক পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ রাখতে হবে
  • রোগীকে সঠিকভাবে যত্ন নিতে এবং পরিষ্কার করে রাখতে হবে (যেমন : নখ কাটা, প্রয়োজনে ত্বকে লোশন দেওয়া, গোসল করানো ইত্যাদি)
  • নিয়মিত ঔষুধপত্র খাওয়ানো।

 

যা জানা উচিতঃ

  • বয়স্ক লোকেরা সাধারণত যে সব ভোগে তাহলো ক্ষুধা-মন্দা, অনিদ্রা, পিঠ ব্যথা, ডায়াবেটিক, উচ্চ রক্তচাপ, বাতের ব্যথা, বদ মেজাজ ইত্যাদি। সুতরাং তাদের সাথে খুব সহানুভূতিশীল আচরণ করতে হবে।
  • স্বাভাবিক রক্তচাপ হচ্ছে ১২০/৮০। এই পরিমাণের চেয়ে উচ্চ মাত্রাকে উচ্চ রক্তচাপ বলে এবং এর চেয়ে নিচু মাত্রাকে নিম্নচাপ বলে।
  • সর্বোচ্চ মাত্রায় রক্তের সুগার : অভূক্ত অবস্থায় : ৬ খাবারের পর : ১০
  • যদি রক্তে শর্করার স্বাভাবিক পরিমাণের চেয়ে অধিক দেখা যায় তাহলে সে রোগীকে ডায়াবেটিক রোগী বলা হয়।
  • বয়স্ক ব্যক্তিদের জন্য ক্যালসিয়াম খুবই প্রয়োজন যা মেরুদন্ডকে রক্ষা করে। দুধ, ডিম, পনির, বাদাম শুকনো ফল, সবুজ শাক সবজি ইত্যাদি ক্যালসিয়াম দেয়। ৭০ বছরের পর প্রত্যেকদিন ৮০০ মি. গ্রা. ক্যালসিয়াম প্রয়োজন। বৃদ্ধদের জন্য লৌহ খুবই প্রয়োজন।
  • চোখের জ্যোতির জন্য ভিটামিন ভি-২ প্রয়োজন, যা সহজেই পাওয়া যায় ডিম, দুধ, পনির ইত্যাদি থেকে। ভিটামিন সি দাঁতের জন্য খুবই ভালো, পেশী শক্ত করতে এবং ইনফ্লুয়েঞ্জা জনিত রোগের কারণে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি খুবই প্রয়োজন। সাধারণত ভিটামিন সি পাওয়া যায়। যেমন- লেবু, পেয়ারা, দামী ফল, টমেটো, লেটুস ইত্যাদি।

 

(১) প্রবাসীদের জন্য কল্যাণমূলক কর্মকান্ড ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে আন্তর্জাতিক বিমান বন্দরে নিরাপদভাবে আগমন ও বহির্গমন নিশ্চিত করার জন্য কল্যাণ ডেস্ক, প্রবাসী চ্যানেল এবং বিমান বন্দর হতে নিকটস্থ বাস/রেল স্টেশনে যাবার সুবিধার্থে বাসের ব্যবস্থা রাখা হয়েছে।
(২) প্রবাসীদের মেধাবী সন্তানদের জন্য বিদ্যালয়সমূহে স্টাইপেন্ড-এর ব্যবস্থা করা হয়েছে
(৩) ঢাকাস্থ বারিধারায় প্রবাসীদের জন্য এপার্টমেন্ট তৈরি করা হচ্ছে
(৪) বিদেশগামী ও প্রবাসী কর্মীদের বহির্গমন-সংক্রান্ত সকল সুবিধা প্রদানের লক্ষ্যে ওয়ান স্টপ সেন্টার নির্মাণ করা হচ্ছে। সেখানে নিম্নোক্ত সুবিধাসমূহ পাওয়া যাবে-
ক) স্বল্পব্যয়ে থাকার ব্যবস্থা
খ) বিমান সংস্থাসমূহের টিকেট
গ) ট্রাভেল এজেন্সি অফিস
ঘ) রিক্রুটিং এজেন্সী অফিস
ঙ) মানি এক্সচেঞ্জ সুবিধা
চ) পরিবহন সুবিধা
ছ) মেডিকেল টেস্ট সুবিধা
জ) বিএমইটি বহির্গমন ছাড়পত্র
ঝ) প্রাক বহির্গমন ছাড়পত্র
ঞ) ফোন, ফ্যাক্স, ই-মেইল।
ট) কমিউনিটি সুবিধা।

অভিবাসী শ্রমিকদের কল্যাণে বিদেশে বাংলাদেশ মিশনে অবস্থিত শ্রম উইংয়ের দায়িত্বঃ
কোনো অভিবাসী শ্রমিক তার চাকরি তথা বেতন ও অন্যান্য অসুবিধা সম্পর্কে শ্রম উইংকে অবহিত করলে-
(ক) যদি অভিযোগটি কোনো নিয়োগকারীর বিরুদ্ধে হয়, তাহলে নিয়োগকারীর সাথে অভিযোগকারীর নালিশের মীমাংসায় সহায়তা করবেন অথবা-
(খ) যদি দফা ক অনুযায়ী বিষয়টি মীমাংসা না করা যায়, তাহলে তিনি অভিযোগকারীকে যে আদালতে তার নালিশের প্রতিকার পাওয়া যাবে সে আদালতে মামলা করার জন্য সহায়তা করবেন, অথবা-
(গ) যদি অভিযোগটি কোনো এজেন্ট-এর বিরুদ্ধে হয় তাহলে তিনি প্রয়োজনীয় তথ্যাদি এবং সুপারিশসহ বিষয়টি সরকার বা নিবন্ধকের কাছে প্রেরণ করবেন।
(ঘ) যদি কোনো নিয়োগকর্তা রিক্রুটিং এজেন্ট-এর বিরুদ্ধে অভিযোগ করেন, তাহলে শ্রম অ্যাটাচি যে রকম উপযুক্ত মনে করবেন সেই রকম তদন্তের পর এজেন্ট-এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তার সুপারিশসহ সরকার বা নিবন্ধকের কাছে প্রতিবেদন প্রেরণ করবেন, নিয়োগকারী কর্তৃক ইমিগ্রেন্টের বিরুদ্ধেন অভিযোগের ক্ষেত্রে শ্রম অ্যাটাচি ইমিগ্রেন্টকে চুক্তিপত্রের শর্তাবলী মেনে চলার জন্য বুঝাবেন এবং গুরুতর অসদাচরণের ক্ষেত্রে সংশিষ্ট ইমিগ্রেন্টকে দেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা গ্রহণ করবেন।

Back